Top Newsআন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের হামলায় একদিনে নিহত ১০৮

মোহনা অনলাইন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসকে উৎখাত এবং তাদের কবল থেকে জিম্মি উদ্ধার করার নামে ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ অব্যাহত রয়েছে। ঈদেও এই হামলা থেমে নেই; গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে জানা যায়, ঈদের তৃতীয় দিনেই ইসরায়েলি বিমান বাহিনী দফায় দফায় গোলাবর্ষণ করে অন্তত ১০৮ জনকে হত্যা করেছে, আহত হয়েছে আরও ৩৯৩ জন। ঈদ ও ঈদের পরদিন মিলিয়ে প্রায় ১১৭ নিরপরাধ ফিলিস্তিনি নিহত হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই ইসরায়েলি আগ্রাসনে মোট ৫৪,৮৮০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫৬ শতাংশ নারী ও শিশু। ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি বাহিনী গাজায় ভয়াবহ অভিযান শুরু করে। ১৫ মাসের সামরিক অভিযানের পর, আন্তর্জাতিক চাপের কারণে ১৯ জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল, তবে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে আবারও বিমান হামলা শুরু হয়।

সেই পর্বে, ১৮ মার্চ থেকে শুরু হওয়া দ্বিতীয় দফার অভিযানে গাজায় নিহত হয়েছেন ৪,৬০৩ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন প্রায় ১৪,৬৮৬ জন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button