খুলনা খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) পশ্চিম প্রান্তের দারোগার লিজ এলাকায় ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার (৯ জুন) সকাল ৬টার দিকে ঘটনার সময় নিহতরা হলেন ইজিবাইকচালক রফিকুল ইসলাম (৫৬) এবং যাত্রী তানজিল (১২)।
লবণচরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (উপপরিদর্শক) মো. আব্দুর রহিম জানান, আজ ভোরে চাঁদপুর থেকে কয়েকজন খুলনায় আত্মীয়ের বাড়িতে আসছিলেন। বাস থেকে নেমে তারা রং সাইড দিয়ে ইজিবাইকে করে যাচ্ছিলেন।
এ সময় বাগেরহাট থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ইজিবাইকচালক রফিকুল ইসলাম ও যাত্রী তানজিল ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া, আহত হয়েছেন আরও চার যাত্রী, যাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ দুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।



