
সাবেক সংবাদ উপস্থাপক ও ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা সাফিনা আহমদ তরীর (৩২) অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। রবিবার (৮ জুন) বিকালে রাজধানীর নিউ ইস্কাটন থেকে তরীর মরদেহ উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে যান পরিবারের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু। তিনি জানান, মুগদা হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, তরী তার মায়ের সঙ্গে নিউ ইস্কাটনে বসবাস করতেন এবং দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়। নিহতের মা জানান, তরী অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করতেন। হঠাৎ তার রুমে অজ্ঞান হয়ে পড়ার পর পরিবারের সদস্যরা তাকে মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার মরদেহের সুরতহালে অস্বাভাবিক মৃত্যুর আলামত পাওয়া গেছে এবং নাক দিয়ে সাদা ফেনা বের হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানার আশা প্রকাশ করা হচ্ছে।
তরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং শিক্ষাজীবন শেষে চ্যানেল২৪-এ সংবাদ উপস্থাপনা শুরু করেন। সর্বশেষ তিনি গণমাধ্যম ছেড়ে ব্র্যাক ব্যাংকে যোগ দেন।