Top Newsজাতীয়

আবদুল হামিদকে কেন গ্রেপ্তার করা হয়নি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

মোহনা অনলাইন

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে কোনো গ্রেফতারি ওয়ারেন্ট না থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়নি। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার (৯ জুন) ঢাকা শহরের যাত্রাবাড়ী থানার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ ঘটনার তদন্ত চলছে। যদি আবদুল হামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে গ্রেফতারের বিষয়টি আসবে।” তিনি আরও জানান, কেউ যেন হয়রানির শিকার না হন, সেই জন্য যাচাই-বাছাই করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই কার্যক্রম দেশের সকল নাগরিকের জন্য প্রযোজ্য, এবং মন্ত্রণালয়ের তিন সদস্যের একটি কমিটি বিষয়গুলো পর্যবেক্ষণ করছে।

ঈদুল আজহায় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, “ছোটখাটো ছিনতাই-চুরি ছাড়া জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।” এ সময় তিনি থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সুযোগ সুবিধা এবং খাবারের ব্যবস্থা নিয়েও খোঁজ-খবর নেন।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ফেরেন, যেখানে তিনি থাইল্যান্ডে চিকিৎসার জন্য গিয়েছিলেন। গত ৮ মে তিনি ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তার বিরুদ্ধে কিশোরগঞ্জে একটি হত্যা মামলা রয়েছে, যা রাজনৈতিক অঙ্গনে একাধিক ঘটনায় পরিণত হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button