পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগামী ১১ জুন মুক্তি পেতে পারেন। ওইদিন তার বিরুদ্ধে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার দণ্ড বাতিলের শুনানি হবে, যেখানে তার স্ত্রী বুশরা বিবির আপিলও অনুষ্ঠিত হবে।
পিটিআইয়ের প্রধান নেতা গওহর আলী খান জানিয়েছেন, ১১ জুন ইমরান ও বুশরার জন্য একটি ‘গুরুত্বপূর্ণ দিন’ হতে যাচ্ছে, তবে কেন তা গুরুত্বপূর্ণ হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
এর আগে পাকিস্তানের হাইকোর্ট এ মামলার শুনানির তারিখ পিছিয়ে ১১ জুন নির্ধারণ করে। ন্যাব তাদের যুক্তিতর্ক প্রস্তুতির জন্য আরও সময় চাইলে আদালত এই তারিখ নির্ধারণ করেন।
গওহর আলী খান বলেছেন, তারা অন্যান্য বিরোধী দলের সঙ্গে একটি আন্দোলন শুরু করবেন, যার নেতৃত্ব দেবেন ইমরান খান নিজেই।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর জানিয়েছেন, ঈদুল আজহার পর তারা দেশব্যাপী আন্দোলন শুরু করবেন ইমরান খানের মুক্তির জন্য।
ইমরান খানকে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর অসংখ্য মামলার মুখোমুখি হতে হয়েছে, যার মধ্যে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা অন্যতম। বর্তমান সরকার অভিযোগ করেছে যে, তিনি এই ট্রাস্টের মাধ্যমে কয়েকশ মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন, কিন্তু ইমরান তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন।



