আন্তর্জাতিক

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউনিভার্সিটি সুলতান ইদ্রিসের ১৫ ছাত্র-ছাত্রী নিহত

মোহনা অনলাইন

মালয়েশিয়ায় মধ্যরাতে গেরিকের পূর্ব-পশ্চিম মহাসড়কে একটি পেরোদুয়া আলজা গাড়ি ও ছাত্রদের বহনকারী বাসের ভয়াবহ সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে।

বাসটি তেরেঙ্গানু রাজ্যের জেরতিহ থেকে পেরাকের তানজুং মালিমের দিকে যাচ্ছিল বলে জানা গেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রী উচ্চশিক্ষা মন্ত্রণালয়কে সার্বিক সহায়তা সমন্বয়ের নির্দেশ দিয়েছেন।

রোববার (৮ জুন) দিবাগত রাতে গেরিকের বানুনে পূর্ব-পশ্চিম মহাসড়কে সুলতান ইদ্রিস শিক্ষা বিশ্ববিদ্যালয়ের (ইউপিএসআই) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ও পেরোদুয়া আলজা গাড়ির সংঘর্ষে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় কোনো বাংলাদেশি আহত বা নিহত হয়েছে কি না তা জানা সম্ভব হয়নি।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা বার্নামা জানিয়েছে, সিভিল ডিফেন্স ফোর্সের (এপিএম) হুলু পেরাক অপারেশন কন্ট্রোল সেন্টারে রাত ১টা ১০ মিনিটে সংঘর্ষের বিষয়ে গেরিক হাসপাতাল থেকে জরুরি কল আসে। এপিএম এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে দুর্ঘটনার সময় গাড়িতে ৪৮ জন ছিলেন, যাদের মধ্যে ১৩ জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে। এরপর হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক ফেসবুক পোস্টে বলেন, আমি উচ্চশিক্ষা মন্ত্রণালয়কে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে যথাযথ সহায়তার সমন্বয় করার নির্দেশ দিয়েছি। এ ধরনের ঘটনা হৃদয়বিদারক, যা সকলের জন্য একটি শিক্ষা হিসেবে কাজ করা উচিত– সর্বদা সতর্ক থাকুন এবং গন্তব্যে যেতে তাড়াহুড়ো করবেন না। আপনাদের জীবন অনেক মূল্যবান।

উচ্চশিক্ষামন্ত্রী দাতুক সেরি জাম্ব্রি আবদ কাদির পৃথক ফেসবুক পোস্টে বলেছেন, তার মন্ত্রণালয় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সব প্রয়োজনীয় সহায়তা দেবে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button