Top Newsসংবাদ সারাদেশ

সংস্কার সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে দ্বিমত নেই : সারজিস

মোহনা অনলাইন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যদি দৃশ্যমান বিচারিক কার্যক্রম চলে, মৌলিক কার্যক্রম স্পষ্ট হয় এবং নির্বাচনকালীন কিছু সংস্কার নিশ্চিত করা হয়, তাহলে এপ্রিল মাসে নির্বাচনের বিষয়ে কোনো দ্বিধা থাকবে না।

তিনি সোমবার (৯ জুন) দুপুরে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে পঞ্চগড় শহরের চৌরঙ্গীমোড়ে একটি টং দোকানে চা চক্রের পর সাংবাদিকদের এই কথা বলেন।

সারজিস আলম উল্লেখ করেন, ‘বিগত নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, কালোটাকার প্রভাব ও পেশিশক্তির অপপ্রয়োগসহ নানা অনিয়ম ঘটে। এবারের নির্বাচনে আমরা একটি লেভেল প্লেয়িং ফিল্ড চাই, যেখানে সব দলই সমান সুযোগে সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে পারবে।’ তিনি আরও বলেন, ‘আমরা জেনেছি, আবদুল হামিদ দেশে এসেছেন। অন্তর্বর্তীকালীন সরকার একটি অভ্যুত্থান-পরবর্তী সরকার এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সারজিস আলম জানান, ‘অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে নির্বাচনের একটি রোডম্যাপ প্রকাশ করেছে। আমাদের দল জুনের ১৫ তারিখের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে বলে আশা করছি। ইতোমধ্যে দেশের ১০০টি উপজেলায় ও ২২টি জেলায় কমিটি গঠন করা হয়েছে, এখন অফিস গ্রহণের প্রক্রিয়া চলছে।’

এর আগে, হাসনাত আব্দুল্লাহ ঢাকা থেকে বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান, যেখানে সারজিস আলম তাকে রিসিভ করেন। পরবর্তীতে তারা দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে চা চক্রে মিলিত হন এবং পরে পঞ্চগড় চৌরঙ্গীমোড়ে উপস্থিত হন। সারজিস আলম পরবর্তীতে আটোয়ারী উপজেলার নিজ বাড়িতে ফিরে যান, যেখানে হাসনাত আব্দুল্লাহ একটি পারিবারিক অনুষ্ঠানেও অংশ নেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button