
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার প্রধান শহর লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভে মাস্ক পরিহিত লোকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি অভিযানের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস্যালে পোস্ট করে বলেন, “মাস্কে মুখ ঢেকে থাকা লোকজনদের গ্রেপ্তার করুন, এখনই।”
ট্রাম্পের এ নির্দেশের আগে তিনি লিখেছিলেন, “বিক্ষোভের সময় আর মাস্ক পরা যাবে না। কেউ মাস্ক পরে বিক্ষোভ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
জুনের ৬ তারিখে লস অ্যাঞ্জেলেসে নথিবিহীন অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ক্যালিফোর্নিয়া পুলিশ এবং আইসিই অভিযানে নামে। এই অভিযানের সময় প্যারামাউন্টে পুলিশ এবং আইসিই সদস্যদের সঙ্গে অভিবাসী প্রত্যাশীদের সংঘাত শুরু হয়।
প্যারামাউন্ট এলাকার অধিকাংশ বাসিন্দা মেক্সিকো ও লাতিন আমেরিকার দেশগুলো থেকে আসা অভিবাসী, যাদের বেশিরভাগেরই বৈধ নথি নেই। সংঘাতের তীব্রতা বেড়ে গেলে গত শনিবার লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ডের ২ হাজার সদস্য মোতায়েন করা হয়। যদিও পরিস্থিতি বিশেষ উন্নতি হয়নি।
বিক্ষোভকারীরা সরকারি ভবনে হামলা না করলেও শনিবার থেকে বেশ কয়েকটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে। পুলিশ ও ন্যাশনাল গার্ডকে লক্ষ্য করে হামলার সাথে সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগে ২০০-এর বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।