
ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে, কারণ তিনি রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা না করেই লস অ্যাঞ্জেলেসে হাজার হাজার ন্যাশনাল গার্ড ও ৭০০ মেরিন সেনা মোতায়েন করেছেন। মামলাটি সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে দায়ের করা হয়েছে এবং এতে ট্রাম্প, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, মার্কিন সংবিধান অনুসারে প্রেসিডেন্টের সেনা মোতায়েনের ক্ষমতা সীমিত এবং ক্যালিফোর্নিয়ার রাজ্য প্রশাসনকে অন্ধকারে রেখে এই পদক্ষেপ সংবিধানবহির্ভূত। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বনতা সাংবাদিকদের জানান, ট্রাম্পের এই সিদ্ধান্ত অপ্রয়োজনীয় এবং বিপরীতমুখী।
বিক্ষোভের প্রেক্ষাপটে, গত ২০ জানুয়ারি ট্রাম্প অবৈধ অভিবাসন নীতির আওতায় একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার পর মার্কিন প্রশাসন বিভিন্ন অঙ্গরাজ্যে অভিযান শুরু করে। লস অ্যাঞ্জেলেসে পুলিশের একটি অভিযানে ব্যাপক বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ট্রাম্প অতিরিক্ত সেনা মোতায়েন করেন। কিন্তু এর ফলে সংঘাত আরও বৃদ্ধি পায়।
গভর্নর গ্যাভিন নিউসাম এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে মামলা করার হুমকি দিয়েছিলেন। নিউসাম বলেছেন, যদি ট্রাম্প সেনা প্রত্যাহার করেন, তাহলে তিনি মামলাটি তুলে নেবেন। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি আনা কেলি নিউসামের বিরুদ্ধে মন্তব্য করে বলেছেন, নিউসাম তার আত্মসম্মান রক্ষার জন্য মামলা করেছেন।
লস অ্যাঞ্জেলেসে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে, যা পরিস্থিতির আরও জটিলতা সৃষ্টি করছে।