বিনোদন

‘উৎসব’ দেখতে দর্শকদের উপচেপড়া ভিড়

মোহনা অনলাইন

গেল ঈদের মতো এবারেও সিনেমা হলগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। নানা পছন্দের সিনেমা দেখার সুযোগে ‘তাণ্ডব’র পর আলোচনায় উঠে এসেছে পারিবারিক গল্পের সিনেমা ‘উৎসব’।

ঈদের দিন থেকে আজ তৃতীয় দিনেও রাজধানীর হলগুলোতে শোগুলো হাউসফুল যাচ্ছে। দর্শকরা পরিবারের সঙ্গে সিনেমাটি দেখতে এসে উচ্ছ্বাস প্রকাশ করছেন। কেউ বলছেন, “ভাবতেই পারিনি যে, এত ভালো সিনেমা হবে।” আরেকজন মন্তব্য করেছেন, “ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ছবি, সবার সঙ্গে দেখা উচিত। অসাধারণ হয়েছে।”

নস্টালজিয়ায় ডুবে থাকা দর্শকেরা বলছেন, “একটা ক্লাসিক কাল্ট সিনেমা। ‘তাণ্ডব’-এর মধ্যে ‘উৎসব’ প্রয়োজন ছিল।” একজন তো বলেই ফেললেন, “উৎসব না দেখলে মনে হবে, এই ঈদে আপনি কোনো সিনেমাই দেখেননি।”

‘উৎসব’ নিয়ে দর্শকদের এই সাড়া দেখে নির্মাতা তানিম নূর অভিভূত। তিনি বলেন, “দর্শকের ভালোবাসা অভূতপূর্ব। উৎসব যেন একটি আলাদা উৎসব তৈরি করেছে। প্রত্যেকটি শো হাউসফুল যাচ্ছে, দর্শকরা ছবিটি নিয়ে কথা বলছেন এবং অন্যদের জানাচ্ছেন।”

তিনি আরও জানান, তারা শুরু থেকেই সতর্কীকরণ দিয়ে আসছেন যে, পরিবার ছাড়া সিনেমাটি দেখা নিষেধ। যারা আসছেন, তারা পরিবারের সঙ্গে উপভোগ করছেন। ‘উৎসব’ সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button