
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘লন্ডনে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক রাজনীতির জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে।’
মঙ্গলবার (১০ জুন) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল জানান, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ আগামী ১৩ জুন অনুষ্ঠিত হবে। লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক হবে।’
তিনি বলেন, ‘সাক্ষাৎকে স্থায়ী কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। আশা করছি, এটি বাংলাদেশের রাজনৈতিক সংকটগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবে। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি বড় ঘটনা এবং টার্নিং পয়েন্ট হতে পারে। যদি সবকিছু সঠিকভাবে চলে, তাহলে নিঃসন্দেহে এটি গুরুত্বপূর্ণ হবে। সরকারের প্রধান উপদেষ্টা যে হোটেলে থাকবেন, সেখানে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এটি একটি মেজর রাজনৈতিক ইভেন্ট, যা অনেক সমস্যার সমাধান এবং নতুন দিকনির্দেশনার সৃষ্টি করতে পারে। তবে এটি নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের ওপর, তারা এটি কিভাবে সম্ভাবনার দিকে নিয়ে যায়।’