
ঈদের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভানের গানের কিছু ক্লিপ। এই ভিডিওগুলোর কারণে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। জানা যায়, এগুলো ঈদের জন্য তৈরি বিশেষ নাটক ‘আশিকি’র অংশ, যা পরিচালনা করেছেন ইমরোজ শাওন।
৮ জুন রাতে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নাটকটি এবং এটি রীতিমতো ঝড় তুলেছে। মাত্র দুই দিনে নাটকটির ভিউ সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। সবশেষ জানা গেছে, নাটকটি ৫৭ লাখ দর্শক দেখেছে এবং বর্তমানে ইউটিউবে ট্রেন্ডিংয়ে এক নম্বরে রয়েছে। এটি শাকিব খানের আলোচিত গান ‘লিচুর বাগানে’কেও পেছনে ফেলে দিয়েছে।
নাটকে জোভানকে ‘আশিক’ নামের এক মধ্যবিত্ত পরিবারের তরুণ হিসেবে দেখা যায়, যিনি বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে শহরে এসে একটি কলেজে ভর্তি হন। গান গাইতে ভালোবাসা থেকেই তার স্বপ্ন বড় গায়ক হওয়ার। কলেজে তার পরিচয় হয় ধনাঢ্য পরিবারের শিক্ষার্থী ‘জেস’-এর সঙ্গে, যিনি কলেজে দাপটের সঙ্গে চলেন। এই চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নিহা।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘আশিকি’ মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে যে পরিমাণ প্রশংসা পেয়েছি, তা সত্যিই অনন্য। দর্শকরা নাটকের প্রতিটি দিক খুঁটিয়ে দেখছেন, যা আমাদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়। তিনি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং পুরো টিমকে ধন্যবাদ জানান।
নাটকে জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণার উপস্থিতি ছিল দর্শকদের কাছে এক বাড়তি চমক। সব মিলিয়ে ঈদুল আজহার ছুটিতে দর্শকদের কাছ থেকে ‘আশিকি’ ভালো সাড়া পেয়েছে।