মাদারীপুরে জুলাই গণ–অভ্যুত্থানে শহিদ ও আহত শিক্ষার্থীদের বাড়িতে মৌসুমি ফল বিতরণ শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে রাজৈর উপজেলার সীমান্তবর্তী গোপালগঞ্জের মুকসুদপুরের ছাগলছিড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত মাদারীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আশিকুর ইসলাম (২৩) ও কিরণ আক্তার (২৬) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য সদস্যরা, মাসুম বিল্লাহ, দিয়া ইসলাম এবং মিথিলা ফারজানা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা জুলাই আন্দোলনের শহিদ ও আহত শিক্ষার্থীদের বাড়িতে মৌসুমি ফল বিতরণ করে মাদারীপুর শহরে ফিরছিলেন। ফেরার পথে তারা একটি রেস্তোরাঁয় বিরতি দেন। এ সময় ছাত্রদের উদ্দেশ্যে কিছু কটূক্তি করা হলে, কয়েকজন ছাত্র তাতে প্রতিবাদ জানাতে বাসের ভেতরে যান। কথাকাটাকাটির এক পর্যায়ে বাসের শ্রমিক ও রেস্তোরাঁর কর্মীরা লাঠি দিয়ে হামলা চালায়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে পাঠানো হয়।
মাদারীপুর জেলা হাসপাতালের চিকিৎসক অখিল সরকার জানান, দুজন ছাত্রনেতা গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন, অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক দিয়া ইসলাম অভিযোগ করেছেন, হামলাকারীরা নারী সদস্যদেরও মারধর করেছে। গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব জাবের বিন নূর হামলার ঘটনায় নিন্দা জানান এবং দ্রুত বিচার দাবি করেন।
গোপালগঞ্জের মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানান, হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং বাকিদের আটক করতে অভিযান চলছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালে উপস্থিত রয়েছে।



