রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে স্থানীয় লোকজন রেলপথ অবরোধ করেছেন। বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সাগরদাড়ি এক্সপ্রেস থামিয়ে তারা বিক্ষোভ করেন। আন্দোলনকারীরা স্টেশন সংস্কার ও আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবি নিয়ে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন তুলে ধরেন।
তাদের দাবির মধ্যে রয়েছে—সিল্কসিটি এক্সপ্রেস, সাগরদাড়ি এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস ও ঢালার চর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি এবং স্টেশনের সংস্কার। ১৯২৯ সালে প্রতিষ্ঠিত নন্দনগাছী স্টেশনটি ২০১৫ সালের শেষের দিকে কার্যক্রম বন্ধ করে। বর্তমানে এখানে মাত্র একটি লোকাল ট্রেন থামে, অথচ পূর্বে এখানে ১২ জন কর্মচারী ছিল।
আন্দোলনকারী সুমন জানান, এই পুরানো স্টেশনটিতে ট্রেন থামার জন্য লাইনের সংস্কার করা হয়েছে, কিন্তু এখনো কোনো আন্তঃনগর ট্রেন থামে না। এর আগে ১ মে এই দাবিতে বিক্ষোভ হয়েছিল, তখন রেলওয়ে কর্তৃপক্ষ ১ জুন থেকে ট্রেন থামানোর আশ্বাস দিয়েছিল, কিন্তু তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
সাগরদাড়ি ট্রেনের যাত্রী সুজন আলী বলেন, ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময়ে বের হয়ে নন্দনগাছী আসলে এলাকায় এসে থেমে যায়। সেখানে অবরোধের কারণে ট্রেন এক ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে ছিল।
সাইফুল ইসলাম, আরেক যাত্রী, জানান, এই ট্রেন রাজশাহী-খুলনা রুটে চলাচল করে। অধিকাংশ যাত্রী চিকিৎসার জন্য রাজশাহী আসেন, এবং অনেক অসুস্থ মানুষ ও শিশু বগিগুলোতে রয়েছে। তারা গরমে কষ্ট পাচ্ছেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন।
স্থানীয় সূত্র জানায়, প্রায় ২০ বছর ধরে এই স্টেশনে কোনো কার্যক্রম নেই এবং লোকাল ও আন্তঃনগর ট্রেন থামে না। প্ল্যাটফর্মে ছাউনি থাকলেও তা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
এ বিষয়ে সাগরদাড়ি ট্রেনের গার্ড মজিবুদ দৌল্লা বলেন, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাকশী জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, বিষয়টি নজরে রেখে নিরাপত্তা নিশ্চিত করতে তারা সেখানে উপস্থিত রয়েছেন।



