বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিশ্বব্যাপী আইনশাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। ১০ জুন রাতে নিউইয়র্কে ইউএনডিপির বার্ষিক রুল অব ল সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায্য ও সমান বিচার প্রদানে আমাদের কাজ আজ আগের চেয়ে বেশি প্রাসঙ্গিক।” তিনি জাতিসংঘের কাছে শক্তিশালী ও স্বাধীন বিচার বিভাগ গড়ার আহ্বান জানান।
বাংলাদেশের বিচার বিভাগের সংস্কার রোডম্যাপ তুলে ধরে তিনি বলেন, ২০২৪ সালে পূর্ববর্তী শাসনব্যবস্থার পতনের পর নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লবের মাধ্যমে জনগণের ন্যায্যতার চাহিদা পূরণের লক্ষ্যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
ড. রেফাত আহমেদ বলেন, “আন্তর্জাতিক মান ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে সংস্কার বাস্তবায়নে ইউএনডিপি আমাদের সহায়তা করছে।” তিনি বিচার বিভাগের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতার উপরও গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, “ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠা আমাদের শান্তি, স্থিতিশীলতা এবং মানবাধিকারের প্রচারের দিকে নিয়ে যাবে।”
বিশ্বের বিভিন্ন দেশের বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তারা এ সম্মেলনে অংশ নিয়েছেন।



