বিনোদন

সিনেপ্লেক্সে ‘উৎসব’-এর শো বাড়ানোর দাবি

মোহনা অনলাইন

দেশের প্রেক্ষাগৃহগুলোতে এক উৎসবের আমেজ বিরাজ করছে! ‘তাণ্ডব’-এর জয়জয়কারের মধ্যেও ‘উৎসব’ দর্শকদের মুগ্ধ করছে। মুক্তির পর থেকেই প্রতিটি শো প্রায় হাউসফুল, অনেকেই টিকিট না পেয়ে হতাশা নিয়ে ফিরছেন।

রাজধানীর একাধিক সিনেপ্লেক্স ঘুরে দেখা গেছে, পরিবারের সদস্যরা একত্রে সিনেমাটি দেখতে আসছেন। স্টার সিনেপ্লেক্সে ১৮ সদস্যের একটি পরিবার ‘উৎসব’ দেখতে এসেছে। পঞ্চাশোর্ধ এক দর্শক বললেন, “খুব ভালো লেগেছে, নতুন ধরনের সিনেমা। পরিবার নিয়ে একসাথে দেখার মতো!”

তবে সবার ভাগ্যে টিকিট জোটেনি। এক তরুণ তার ৭ সদস্যের পরিবার নিয়ে বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে এসেছিলেন, কিন্তু টিকিট না পেয়ে মন খারাপ করে ফিরলেন। তিনি বলেন, “আগে থেকেই সব বুকড। পরের শোয়ের টিকিটও নেই।”

জানা গেছে, পরবর্তী দুই দিনের জন্য আগাম বুকিংয়ের সব টিকিট শেষ। টিকিট সংকটে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ও সরাসরি পরিচালকের সঙ্গে যোগাযোগ করছেন। পরিচালক তানিম নূর বলেন, “দর্শকদের এমন ভালোবাসায় আমরা আপ্লুত। দুঃখজনকভাবে অনেকেই টিকিট পাচ্ছেন না। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করছি, শো বাড়ানো হোক যেন দর্শকদের ফিরতে না হয়।”

‘উৎসব’ ছবির চিত্রনাট্য লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button