ভারতে আবারও বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ। ইতোমধ্যে ভারতে সক্রিয় সংক্রমণের সংখ্যা ৬ হাজার ৮১৫ ছাড়িয়ে গেছে। এরই মধ্যে গুজরাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে গুজরাটে মোট সক্রিয় সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৮১ জনে। এর মধ্যে মাত্র ২৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন, বাকি এক হাজার ২৫৮ জনকে আউটডোর চিকিৎসার মাধ্যমে ঘরে বসেই চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর এনডিটিভির।
একই সময়ে ১৪৯ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত তিন দিন ধরেই নতুন কেস কিছুটা কমেছে, যা স্বস্তির খবর বলে মনে করছে বিশেষজ্ঞরা।
জুনের শুরুতে গুজরাটে মাত্র ৫৫টি রোগী ধরা পড়েছিল। এরপর থেকেই সক্রিয় সংক্রমণের সংখ্যা ১১ দিনে এক হাজা ২৮১-এ পৌঁছেছে।
আগামী দিনে রথযাত্রা উপলক্ষে বিপুল জনসমাগম হওয়ার আশঙ্কা থাকায় রাজ্য সরকার বয়স্ক নাগরিক ও অসুস্থদের ভিড় এড়িয়ে ঘরে থেকেই অনুষ্ঠান উপভোগের পরামর্শ দিয়েছে।
গুজরাটের স্বাস্থ্য মন্ত্রী ঋষিকেশ প্যাটেল জনগণকে সতর্ক থাকার এবং সচেতনতার সাথে চলাফেরা করার আহ্বান জানিয়েছেন। সরকার পরিস্থিতি মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানান তিনি।
এ নিয়ে গুজরাটে মোট সক্রিয় সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৮১ জনে। এর মধ্যে মাত্র ২৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন, বাকি এক হাজার ২৫৮ জনকে আউটডোর চিকিৎসার মাধ্যমে ঘরে বসেই চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর এনডিটিভির।
একই সময়ে ১৪৯ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত তিন দিন ধরেই নতুন কেস কিছুটা কমেছে, যা স্বস্তির খবর বলে মনে করছে বিশেষজ্ঞরা।
জুনের শুরুতে গুজরাটে মাত্র ৫৫টি রোগী ধরা পড়েছিল। এরপর থেকেই সক্রিয় সংক্রমণের সংখ্যা ১১ দিনে এক হাজা ২৮১-এ পৌঁছেছে।
আগামী দিনে রথযাত্রা উপলক্ষে বিপুল জনসমাগম হওয়ার আশঙ্কা থাকায় রাজ্য সরকার বয়স্ক নাগরিক ও অসুস্থদের ভিড় এড়িয়ে ঘরে থেকেই অনুষ্ঠান উপভোগের পরামর্শ দিয়েছে।
গুজরাটের স্বাস্থ্য মন্ত্রী ঋষিকেশ প্যাটেল জনগণকে সতর্ক থাকার এবং সচেতনতার সাথে চলাফেরা করার আহ্বান জানিয়েছেন। সরকার পরিস্থিতি মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানান তিনি।



