পোলো ম্যাচ খেলতে গিয়ে মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূর। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। লন্ডনে পোলো খেলার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন সঞ্জয়। মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। চিকিৎসা করার কোনও সুযোগ দেননি সঞ্জয়।
সূত্রের খবর অনুযায়ী, সঞ্জয় কাপুর একটি প্রাইভেট পোলো ম্যাচে অংশ নিয়েছিলেন, সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। লেখক ও সমাজ বিশ্লেষক সুহেল সেঠ তাঁর মৃত্যু সংবাদ সোশ্যাল মিডিয়ায় জানিয়ে শোক প্রকাশ করেছেন।
সঞ্জয় কাপুরের সোশ্যাল মিডিয়ার পাতা থেকে ভাইরাল তাঁর শেষ করা পোস্ট। শেষ পোস্টটিও ছিল আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা নিয়ে, যেখানে তিনি শোকপ্রকাশ করেছিলেন। কে জানত, সেটাই হবে তাঁর জীবনের শেষ পোস্ট!
সঞ্জয় কাপুর ২০০৩ সালে অভিনেত্রী কারিশ্মা কাপুরকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান— সামাইরা ও কিয়ান। যদিও মাত্র ১১ বছর ছিল তাঁদের বৈবাহিক সম্পর্কের মেয়াদ। ২০১৪ সালে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে সঞ্জয় প্রিয়া সাচদেব-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাঁদের একটি ছেলে রয়েছে, যার নাম আজারিয়াস কাপুর।



