ইরানের রাজধানী তেহরানে ইসরায়েল শুক্রবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা জানায়, তেহরানের উত্তর-পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যেখানে ইরানের সংবাদমাধ্যমগুলো ৬ থেকে ৯টি বিস্ফোরণের খবর দিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ দাবি করেছেন, এটি একটি ‘আগাম প্রতিরোধমূলক’ হামলা। হামলার পর ইসরায়েলে ‘বিশেষ জরুরি অবস্থা’ জারি করা হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার বিরুদ্ধে এই হামলা চালিয়েছে, যা তারা একটি ‘সুনির্দিষ্ট এবং পূর্বপ্রস্তুতি সম্পন্ন সমন্বিত হামলা’ হিসেবে বর্ণনা করছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই অভিযান, যা ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে পরিচিত, ইরানের পরমাণু কর্মসূচি এবং সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে এবং ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি প্রতিহত করার উদ্দেশ্যে।
বিবিসি জানিয়েছে, হামলায় তেহরানের আবাসিক এলাকায়ও আঘাত হানা হয়েছে এবং হতাহতের মধ্যে শিশুরাও আছে, এমন তথ্য পাওয়া গেছে।



