Top Newsজাতীয়

পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার যুক্তরাজ্য সফরে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে

মোহনা অনলাইন

প্রধান উপদেষ্টার এবারের যুক্তরাজ্য সফরে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সর্বাধিক গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, ‘শেখ হাসিনার শাসনামলে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার হয়েছে, যার একটি অংশ যুক্তরাজ্যে পাঠানো হয়েছে। তাই এবারের সফরে সম্পদ পুনরুদ্ধারে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘এই বিষয়ে ব্রিটিশ সরকারের কর্মকর্তারা বাংলাদেশকে যথেষ্ট সহযোগিতা করছেন। উদাহরণ হিসেবে তিনি শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদ জব্দের ঘটনা উল্লেখ করেন।’

শফিকুল আলম আরও জানান, ‘পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার সরকারিভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আমরা এই টাকা দেশে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে কাজে লাগাতে চাই।’

তিনি জানান, আজ সকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস একান্তে বৈঠক করেছেন, যেখানে তারা বাংলাদেশের সংস্কার কার্যক্রম ও গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন।

অধ্যাপক ইউনূস ব্রিটেনের মর্যাদাপূর্ণ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ পেতে যাচ্ছেন, যা ক্ষুদ্রঋণ, সামাজিক ব্যবসা ও থ্রি জিরো ধারণার মাধ্যমে মানুষের কল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হচ্ছে।

প্রেস সচিব জানান, আগামী বছরের এপ্রিল মাসে জাতীয় নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে অধ্যাপক ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকালের বৈঠকের প্রস্তুতি চলছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button