Top Newsজাতীয়

প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ ভ্যাট আদায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মোহনা অনলাইন

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগের সম্প্রতি প্রকাশিত পূর্ণাঙ্গ অনুলিপিতে উল্লেখ করা হয়েছে যে, ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের দুটি প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে। এর ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ১৫ শতাংশ আয়কর আদায়ের পথ সুগম হয়েছে।

হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছিল, এই কর আরোপ শিক্ষার্থীদের শিক্ষার খরচ বৃদ্ধি করবে, যা আপিল বিভাগের মতে সঠিক নয়। কারণ, আয়কর কেবল তখনই প্রদান করতে হবে যখন বিশ্ববিদ্যালয় লাভ করবে; ক্ষতির ক্ষেত্রে কোনো কর প্রদান করতে হবে না।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস, এবং রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন প্রখ্যাত আইনজীবীরা।

২০০৭ সালের ২৮ জুন ও ২০১০ সালের ১ জুলাই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ১৫ শতাংশ আয়কর আদায় সম্পর্কিত দুটি প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ৪০টিরও বেশি রিট করা হয়।

হাইকোর্ট ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর উক্ত প্রজ্ঞাপন দুটি অবৈধ ঘোষণা করে, যার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। আপিল বিভাগের চেম্বার আদালত পরবর্তীতে এই রায় স্থগিত করে এবং ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি লিভ টু আপিল মঞ্জুর করে।

অবশেষে, রাষ্ট্রপক্ষের ৪৫টি আপিলের উপর শুনানি শেষে সর্বোচ্চ আদালত আপিল বিভাগের রায় দেয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button