Top Newsআন্তর্জাতিক

ইসরায়েলকে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিলেন খামেনি

মোহনা অনলাইন

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে তেহরানে হামলার জন্য ‘কঠোর শাস্তি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ’র এক বিবৃতিতে তিনি জানান, এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীরা নিহত হয়েছেন।

খামেনি বলেন, “ইসরায়েল আমাদের প্রিয় দেশে অপরাধ চালানোর জন্য তার রক্তাক্ত হাত খুলে দিয়েছে। আবাসিক এলাকায় হামলা চালিয়ে এর বিদ্বেষী প্রকৃতি আরও স্পষ্ট হয়েছে।” তিনি যোগ করেন, “ইহুদিবাদী সরকার একটি কঠিন ও বেদনাদায়ক পরিণতির জন্য প্রস্তুত হচ্ছে, এবং তারা তা পাবে।”

ইসরায়েল দাবি করেছে, তাদের হামলা তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা রোধ করার জন্য ছিল। ইরানের সংবাদমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েল এই অভিযানের নাম দিয়েছে ‘রাইজিং লায়ন’।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, “আমরা ইসরায়েলের ইতিহাসের একটি নির্ণায়ক মুহূর্তে আছি।” তিনি আরও জানান, “আমরা ইরানের পারমাণবিক বোমা নির্মাণে যুক্ত বিজ্ঞানী এবং তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে হামলা চালিয়েছি এবং এই অভিযান যতক্ষণ প্রয়োজন ততক্ষণ চলবে।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button