ইসরায়েলের অতর্কিত হামলায় ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু নাতাঞ্জের একটি স্থাপনা আগুনে পুড়ে গেছে। তেহরান থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই পারমাণবিক কমপ্লেক্সটিকে ইরানের বৃহত্তম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়।
বিশ্লেষকরা জানান, এই স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য সেন্ট্রিফিউজ তৈরি ও একত্রিত করা হয়, যা পারমাণবিক জ্বালানিতে রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সিএনএনের ভিডিওতে হামলার স্থান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে, এবং প্রেস টিভির ফুটেজে কমপ্লেক্স থেকে আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলি উড়ছে। নাসার ফায়ার ইনফরমেশন ফর রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমের তথ্যে দেখা গেছে, স্থানীয় সময় ভোর ২টার পরে আগুন লেগেছে।
ইরান সরকার ইসরায়েলি হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। ২০২০ সালের জুলাই মাসে নাতানজ স্থাপনায় আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছিল, যার উৎপত্তি নিয়ে তেহরানকে ব্যাখ্যা দিতে হিমশিম খেতে হয়। সেই সময় দেশে ঘটে যাওয়া বেশ কয়েকটি অস্বাভাবিক ঘটনার মধ্যে এটি একটি ছিল। ২০১৫ সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি অনুসারে ইউরেনিয়াম উচ্চ মাত্রায় সমৃদ্ধকরণের ঘোষণা দেওয়ার প্রায় এক বছর পর এই ধারাবাহিক ঘটনার শুরু ঘটে, যা ট্রাম্প প্রশাসনের চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্তের প্রতিক্রিয়া হিসেবে বিবেচিত হয়।



