অভিনেতা সমু চৌধুরী অসুস্থ অবস্থায় গফরগাঁওয়ের মশাখালী ইউনিয়নের একটি মাজার থেকে উদ্ধার হয়েছেন। পুলিশ জানায়, বর্তমানে তাকে একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে এবং তার পরিবারকে সচেতন করা হয়েছে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেছেন, “সমু চৌধুরী কিছুটা সুস্থ অনুভব করছেন। আমাদের টিম তার সঙ্গে রয়েছে এবং অভিনয়শিল্পী সংঘের নেতাদের সঙ্গে যোগাযোগও রয়েছে।”
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, “তিনি আপাতত কোথাও যেতে চান না, তবে তার পরিবার যশোর থেকে রওনা হয়েছেন। আমাদের টিম গফরগাঁওয়ের উদ্দেশে যাত্রা করছে।”
বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমুর কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় তিনি মাজারের পাশে গামছা পরে শুয়ে আছেন। স্থানীয় বাসিন্দা আল মামুন জানান, মাজারের পাশে একটি মোটরসাইকেল চালকের সঙ্গে সমুর বাগ্বিতণ্ডা হচ্ছিল, যা দেখার পর তারা এগিয়ে যান।
সমু চৌধুরী বাংলাদেশের মঞ্চ, টিভি ও সিনেমার একজন জনপ্রিয় অভিনেতা। ১৯৯০ সালের ২২ মার্চ বিটিভিতে প্রচারিত হয় তার প্রথম নাটক ‘সমৃদ্ধ অসীম’, যা প্রযোজনা করেছিলেন আতিকুল হক চৌধুরী।



