গুজরাটের বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন এক বোমাতঙ্কের ঘটনায় জরুরি অবতরণ করতে বাধ্য হলো ভারতীয় বিমান। দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট শুক্রবার ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
জানা গেছে, এয়ারবাস এ৩২০এনইও মডেলের ফ্লাইটটি ফুকেট থেকে স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে উড্ডয়ন করে। দিল্লিতে দুপুর ১২টা ৪০ মিনিটে অবতরণের পরিকল্পনা ছিল, কিন্তু মাঝ আকাশে নিরাপত্তাজনিত সতর্কতা পাওয়ার পর পাইলট বিমানটি ফিরিয়ে এনে স্থানীয় সময় দুপুর পৌনে ১২টার দিকে ফুকেটে অবতরণ করেন। এয়ার ইন্ডিয়ার একজন কর্মকর্তা জানিয়েছেন, নির্ধারিত উচ্চতায় পৌঁছানোর পর একটি নিরাপত্তা সতর্কতা ধরা পড়ে, যার ফলে পাইলট ফিরে আসার সিদ্ধান্ত নেন।
জরুরি অবতরণের পর সব যাত্রীকে নামিয়ে আনা হয়েছে এবং তাঁদের লাগেজও বিমান থেকে নামানো হয়েছে। বর্তমানে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তা সংস্থাগুলো যাত্রী এবং লাগেজ দুটিরই তল্লাশি চালাচ্ছে। তবে ঠিক কতজন যাত্রী বিমানটিতে ছিলেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
এই ঘটনার একদিন আগে গুজরাটের আহমেদাবাদের বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান বিধ্বস্ত হয়ে ২৪১ জন নিহত হয়েছেন।



