ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল, যার ফলে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। তেহরান প্রতিশোধের হুমকি দিয়েছে, এবং এ পরিস্থিতির কারণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে, ধারণা করা হচ্ছে তাকে গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে।
ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, নেতানিয়াহুর বিমানের সাথে দুটি যুদ্ধবিমান ছায়াসঙ্গী হিসেবে আছে এবং সেটি ইসরাইল অধিকৃত অঞ্চল ছেড়ে অজ্ঞাত গন্তব্যে যাচ্ছে। চ্যানেল ১২ জানায়, বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে।
শুক্রবার ইসরাইল তেহরানসহ ইরানের একাধিক শহরে ব্যাপক সামরিক হামলা চালায়, যাতে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, মেজর জেনারেল হোসেইন সালামি, এবং মেজর জেনারেল গোলামআলি রাশিদ নিহত হন।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ ঘটনার পর দেশটির সামরিক বাহিনী প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে। ইরান স্পষ্ট জানিয়েছে, এ ‘লক্ষ্যভিত্তিক হত্যা’ ও আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের হামলাকে ‘চমৎকার’ হিসেবে অভিহিত করেছেন এবং ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে একটি চুক্তির সম্ভাবনা সৃষ্টির কথা বলেছেন, নচেৎ দেশটির অস্তিত্বের জন্য বিপদ হতে পারে।
এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইলকে কঠোর সতর্কতা দিয়েছেন, asserting যে হামলার জবাবে ইসরাইলকে ‘কঠোর শাস্তি’ ভোগ করতে হবে।
জানা যায়, দুইজন মার্কিন কর্মকর্তা এপি নিউজকে জানিয়েছেন, ইরানের ওপর ইসরাইলের হামলার পর এবং তেহরানের সম্ভাব্য পাল্টা আক্রমণের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক সম্পদ, বিশেষ করে যুদ্ধজাহাজ, স্থানান্তর করছে।



