ঈদুল আজহার ছুটির শেষ দিনে কর্মস্থলে ফিরতে যাওয়া মানুষের কারণে যমুনা সেতুর দু’প্রান্তে দীর্ঘ যানজট ও যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়েছে।
শনিবার (১৪ জুন) সকালে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক এবং টাঙ্গাইল অংশের যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম গোল চত্বর থেকে শুরু করে কড্ডার মোড়, ঝাঐল ওভার ব্রিজ, নলকা মোড় এবং সীমান্ত বাজার পর্যন্ত ঢাকাগামী লেনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।
যমুনা সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। গভীর রাতে যমুনা সেতুর ওপর পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষের কারণে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হয়েছে, ফলে মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার যানজট লেগে যায়। পুলিশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।



