Top Newsসংবাদ সারাদেশ

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

মোহনা অনলাইন

দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আমবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কায় এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) দিনগত রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট নুরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে রয়েছেন: পঞ্চগড় জেলার বোদা উপজেলার সেনাসদস্য এরশাদ হোসেন (২৫), একই উপজেলার হাসেমের মেয়ে তামান্না আক্তার (২৫), এবং বাসের হেলপার আমিনুল ইসলাম (৩০)।

আহতদের মধ্যে রয়েছেন: পঞ্চগড়ের বোদা উপজেলার শহর কুমারী এলাকার সাকিব হোসেন ও তার স্ত্রী মৃত্তিকা, ইসলামপুর এলাকার নাসিমা বেগম, বালাভিটা এলাকার তরিকুল ইসলাম, ঘোড়াঘাটের রানীগঞ্জ এলাকার রানা হোসেন, এবং ঢাকার মতিঝিল এলাকার ফকরুল ইসলাম।

পুলিশ জানায়, রাত সাড়ে ৩টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস যাত্রীদের নিয়ে যাচ্ছিল। এসময় ঘোড়াঘাট পৌরসভার নুরজাহানপুর এলাকায় দাঁড়িয়ে থাকা আমবোঝাই ট্রাকে বাসটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের দরজার পাশের অংশটি দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। আহত ৭ জনের মধ্যে ৫ জনকে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে, বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button