
সিলেটের পর্যটন কেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে বালু-পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন। শনিবার দুপুরে, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান স্থানীয় একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা পরিদর্শন শেষে গাড়িতে ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা গাড়ি ঘিরে দাঁড়িয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। পুলিশ দ্রুত এসে শ্রমিকদের সরিয়ে দিয়ে উপদেষ্টাদের গাড়িবহরকে গন্তব্যে পৌঁছাতে সহায়তা করে। গোয়াইনঘাট থানার ওসি জানান, স্থানীয়দের আকস্মিক প্রতিবন্ধকতার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
পরিবেশ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, সিলেটে নৈসর্গিক সৌন্দর্য সংরক্ষণে পাথর উত্তোলনের অনুমতি আর দেওয়া হবে না। জ্বালানি উপদেষ্টা বলেন, অতীতে জাফলংয়ের পরিবেশ ধ্বংস হয়েছে এবং বর্তমানে পাথর উত্তোলন বন্ধ করতে হবে। তিনি জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে পাথর সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।