
রাজধানীর উত্তরায় আজ (শনিবার) একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে র্যাব পরিচয়ে ছিনতাইকারীরা নগদ এর ডিস্ট্রিবিউটরের প্রতিনিধিদের কাছ থেকে বড় অঙ্কের টাকা ছিনতাই করেছে।
সকাল ৯টায় উত্তরার ১৩ নম্বর সেক্টরের রোড নম্বর ১২ তে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় একটি কালো মাইক্রোবাসে আসা বেশ কয়েকজন ব্যক্তি নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে তাদের পথ রোধ করে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ভর্তি ব্যাগসহ প্রতিনিধিদের গাড়িতে তুলে নেয়।
ছিনতাইকারীরা পরে নগদ এর প্রতিনিধিদের উত্তরা ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যায়। ছিনতাই হওয়া অর্থের পরিমাণ নিশ্চিত না হলেও, ধারণা করা হচ্ছে এটি কোটি টাকার বেশি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছে।
নগদ এর কর্মকর্তারা জানান, প্রতিনিধি দল নিয়ম অনুযায়ী প্রতিদিনের কালেকশন নির্ধারিত ব্যাংকে জমা দিতে যাচ্ছিল। এ ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা র্যাবের সদর দফতর পরিদর্শনে গেলে ছিনতাইয়ের বিষয়টি প্রথমবারের মতো জানাজানি হয়।
উপদেষ্টা জানান, “ঘটনাটি আমি জানি না। তবে র্যাবের পোশাক পরে আসা কেউ যদি ছিনতাইয়ে জড়িত থাকে, তাহলে তাদের আইনের আওতায় আনা হবে।