
দীর্ঘদিনের গুঞ্জন হলেও এখন তা নিশ্চিত হয়ে উঠেছে। ২০ জুন মুক্তি পাবে আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’। বর্তমানে সিনেমার প্রচারে ব্যস্ত রয়েছেন তিনি। নিয়মিত সাক্ষাৎকারও দিচ্ছেন। সম্প্রতি চলচ্চিত্র সমালোচক ভরদ্বাজ রঙ্গনের সঙ্গে আলাপে আমির নিশ্চিত করেছেন, তিনি রজনীকান্তের ‘কুলি’-তে অতিথি চরিত্রে অভিনয় করেছেন।
সাধারণত, সিনেমার প্রস্তুতির জন্য আমির সময় নেন, তবে ‘কুলি’-তে তিনি তা করেননি। সঠিকভাবে কোন কিছু না জেনে, পরিচালকের নির্দেশে শট দিয়েছেন। আমির জানান, রজনীকান্তের জন্য তিনি গল্প শোনার আগেই অভিনয়ের প্রস্তাবে রাজি হয়ে যান। তিনি বলেন, “যদি রজনী স্যার অভিনয় করেন, আমি সিনেমাটি করব।”
‘কুলি’ সিনেমায় আমিরের অংশটি শেষের দিকে আসবে। তামিল ভাষার এই অ্যাকশন থ্রিলারে রজনীকান্ত, নাগার্জুন, শ্রুতি হাসান, সত্যরাজ, সৌবিন সাহির এবং উপেন্দ্র রয়েছেন। সিনেমাটি পরিচালনা করেছেন লোকেশ কানাগরাজ, যিনি ‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’ ও ‘লিও’-র মতো সফল সিনেমার নির্মাতা। ‘কুলি’ মুক্তি পাবে ১৪ আগস্ট।
এছাড়া, আমির জানিয়েছেন, লোকেশের সঙ্গে আরেকটি সিনেমা করতে যাচ্ছেন, যেখানে তিনি নায়ক হিসেবে উপস্থিত হবেন। সেই সিনেমার শুটিং ‘কুলির’ পর, আগামী বছরের শেষার্ধে শুরু হবে।