Top Newsজাতীয়

প্রথমবার ঢাকায় জাতিসংঘের গুমবিষয়ক কমিটি

মোহনা অনলাইন

বাংলাদেশে গুমের ঘটনা তদন্তের জন্য দীর্ঘদিন ধরেই সরকারের প্রতি অনুরোধ জানিয়ে আসছিল জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেন্স (ডব্লিউজিইআইডি)। অবশেষে, প্রথমবারের মতো ঢাকায় আসার সুযোগ পেয়েছে সংস্থাটি।

রবিবার, জাতিসংঘের গুম কমিটির দুই সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছে।

এই সফরে প্রতিনিধিদলটি আইন উপদেষ্টা আসিফ নজরুল, ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব, গুমসংক্রান্ত কমিশনের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গুমের শিকার পরিবারগুলোর সঙ্গে বৈঠক করবে। এছাড়া, তারা নীতিবিষয়ক আলোচনায়ও অংশ নেবেন।

প্রতিনিধিদলটি তদন্ত করতে আসেনি, তাদের মূল উদ্দেশ্য হলো পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং সেই ভিত্তিতে সুপারিশ প্রদান করা।

গত এক যুগ ধরে ডব্লিউজিইআইডি বাংলাদেশ সফরের পরিকল্পনা করছিল। তারা প্রথম ২০১৩ সালের ১২ মার্চ সরকারকে চিঠি দেয়, তবে পূর্ববর্তী সরকার তাদের অনুরোধে সাড়া দেয়নি। সর্বশেষ ২০২০ সালের ২৪ এপ্রিল তারা বাংলাদেশ সফরের জন্য অনুরোধ করেছিল, কিন্তু তখনও কোনো সাড়া মেলেনি। এখন, অন্তর্বর্তী সরকার তাদের অনুরোধে সাড়া দিয়েছে।

চার দিনের এই সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ডব্লিউজিইআইডির দুই সদস্য—ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ার গ্রাজিনা বারানোস্কা এবং আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ। তারা ১৮ জুন ঢাকা ত্যাগ করবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button