ইরানে অস্থিরতা সৃষ্টি করার লক্ষ্যে কাজ করছে ইসরায়েল বলে জানিয়েছে চ্যানেল ১৪। ইসরায়েলের এই চ্যানেলটি জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী কাটজ নতুন হামলা পরিকল্পনা অনুমোদন দিয়েছেন, যা ‘তেহরানে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের ওপর চাপ সৃষ্টি করা’ লক্ষ্য।
চ্যানেল ১৪-এর কূটনৈতিক প্রতিবেদক তোমির মরাগ সামাজিক মাধ্যমে জানান, ‘অপারেশনের অংশ হিসেবে তেহরানে গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালানো হবে, সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকে এলাকা ছেড়ে যেতে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘গণপ্রবাসন (অনেক মানুষের একইসঙ্গে ঘরবাড়ি ছাড়ার ঘটনা) সৃষ্টি হলে তা সরকারের ওপর চাপ সৃষ্টি করবে এবং অস্থিরতা আরও বেড়ে যেতে পারে।’
মরাগ এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে বলেন, প্রতিদিন এ পরিকল্পনা আরও জোরালো ও কার্যকর হচ্ছে। অন্যদিকে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার জানিয়ে দেন যে, ‘ইরানে সরকার পাল্টানোই ইসরায়েলের লক্ষ্য নয়; এটা সম্পূর্ণরূপে ইরানের জনগণের ওপর নির্ভর করছে।’



