আন্তর্জাতিক

ইরানের গোয়েন্দা প্রধানকে হত্যার তথ্য নিশ্চিত করল ইসরায়েল

মোহনা অনলাইন

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত টানা চতুর্থ দিনে প্রবাহিত হচ্ছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই সংঘাতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা হয়েছে, যা পরিস্থিতিকে চরম উত্তেজনাপূর্ণ করেছে। এই সংঘাতে বিশ্বশক্তির দেশগুলোরও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে, রাজধানী তেহরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা বিভাগের প্রধানসহ চার শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আইডিএফের বিবৃতি অনুযায়ী, যুদ্ধবিমান থেকে পরিচালিত এই হামলায় তেহরানের একটি ভবনকে টার্গেট করা হয়, যেখানে ইরানি গোয়েন্দা কর্মকর্তারা বৈঠকে ছিলেন। নিহতদের মধ্যে রয়েছেন আইআরজিসির গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।

এদিকে, দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে যুদ্ধজাহাজ বহনকারী রণতরী ইউএসএস নিমৎজ, যা পরিস্থিতির উদ্বেগজনক উন্নতির দিকে ইঙ্গিত করছে।

এর আগে রোববার ইরানের সরকার এই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে, যারা ইরানের নিরাপত্তা পরিস্থিতি এবং বিভিন্ন দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনায় যুক্ত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button