Top Newsজাতীয়

দুই হাজার কোটি টাকা পাচার : দুদকের জালে সাবেক হাইকমিশনার মুনা

মোহনা অনলাইন

যুক্তরাজ্যে নিযুক্ত সাবেক বাংলাদেশি হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম এবং তার স্বামী তৌহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে প্রায় ২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগ অনুযায়ী, তারা ১২টি ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে এ পরিমাণ অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন। সোমবার (১৬ জুন) দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন যে, সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পর যোগসাজশে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডসহ নামসর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে ইউসিবিএল, ব্যাংক এশিয়া, ইবিএল, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনবিএল, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও এবি ব্যাংক থেকে ঋণ নিয়ে এ অর্থ আত্মসাৎ করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button