বিনোদন

বরিশাল চলচ্চিত্র সংসদ -এর যাত্রা শুরু

মোহনা অনলাইন

বরিশালে বিভিন্ন সংস্কৃতি মনা মানুষকে নিয়ে প্রথম বারের মতো বরিশাল চলচ্চিত্র সংসদ নামের একটি সংগঠনের যাত্রা শুরু হয়। আজ বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে সংগঠনটির বিভিন্ন নাট্যকর্মী ও প্রশিক্ষকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উদ্যোগতা ও নাট্যনির্মাতা মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ এছাড়া উপস্থিত ছিলেন খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি মোঃ সিরাজুল মুনির টিটু, শব্দাবলী গ্রুপ থিয়েটারের নাট্যকার ও নির্দেশক অনিমেষ সাহা লিটু, বরিশালের নাট্যাঙ্গের জনপ্রিয় মুখ জসিম উদ্দিন, এছাড়া আরও উপস্থিত ছিলেন অপূর্ব রায় অপু, বিশ্ব সাহিত্যের কেন্দ্রীয় সমন্বয়ক বাহাউদ্দীন গোলাপ, গীতিকার ও সঙ্গীত শিল্পী জহিরুল হাসান সোহেল, প্রবীণ নাট্যকর্মী মাসুম শরিফ, উপস্থিত ছিলেন অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক মোঃ রিসালাত মীরবহর, নৃত্যশিল্পী ও প্রশিক্ষক সাথী রায়, এছাড়া উপস্থিত ছিলেন ভোরের অংগীকার পত্রিকার সম্পাদক রুনা রহমান, উপস্থিত ছিলেন বরিশাল বেতারের ঘোষক ও বরিশাল সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের ইংরেজীর শিক্ষক রোমানা রহমান। সভায় সর্বসম্মতিক্রমে চুড়ান্ত গঠনতন্ত্র অনুমোদন এবং কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

এসময় বক্তারা সুস্থ ও সুন্দর চলচ্চিত্র নির্মাণের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button