ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার বলেছেন, আরও ‘চমক’ অপেক্ষা করছে। আজ মঙ্গলবার মেরিট টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ইরানের ওপর সামরিক অভিযানের ইঙ্গিত দিতে গিয়ে লেইটার গত বছর হিজবুল্লাহর ওপর পেজার আক্রমণের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “আমরা বেশকিছু চমক তৈরি করতে যাচ্ছি। বৃহস্পতিবার রাতে ও শুক্রবারে কিছু চমক দেখতে পাবেন।”
তবে, এসব ‘চমক’ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাননি লেইটার।



