যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানকে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, “যদি যুক্তরাষ্ট্র ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আনতে সক্ষম হয়, তাহলে তা খুবই ভালো হবে এবং ফ্রান্স তা সমর্থন করবে।”
এ তথ্য মঙ্গলবার জানিয়েছে এএফপি ও গার্ডিয়ান। কানাডার অ্যালবার্টা রাজ্যের কানানাস্কিস শহরে জি ৭ সম্মেলনে ট্রাম্প উপস্থিত ছিলেন, কিন্তু ইরান-ইসরায়েল সংঘাতের কারণে সম্মেলন শেষ না করেই ওয়াশিংটনে ফিরে আসেন।
ম্যাক্রোঁ সাংবাদিকদের বলেন, “ট্রাম্প উভয়পক্ষকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, যেখানে আলোচনার সুযোগ থাকবে। এখন দেখতে হবে, ইরান ও ইসরায়েল কী প্রতিক্রিয়া জানায়।” তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব সফল হবে এবং তা হলে ফ্রান্স সমর্থন জানাবে। ম্যাক্রোঁ আরও বলেন, “আমাদের জরুরি ভিত্তিতে ইরান ও ইসরায়েলের বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হামলা বন্ধ করতে হবে।”
গত ১৩ জুন থেকে ইরানে ইসরায়েলি বিমান হামলা শুরু হলে, অন্তত ২৪৪ জন নিহত হন। ইরানের পাল্টা হামলায় গত চার দিনে ইসরায়েলে ২৪ জন মারা গেছে এবং ৫ শতাধিক আহত হয়েছে।



