ইরান তার আকাশসীমা বন্ধের মেয়াদ স্থানীয় সময় আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুর ২টা (বাংলাদেশ সময় বিকাল ৪টা ৩০ মিনিট) পর্যন্ত বাড়িয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা এবং বিমানের সুরক্ষার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত শুক্রবার (১৩ জুন) ইসরায়েলের হামলার পর থেকেই ইরানের আকাশসীমা বন্ধ রয়েছে। দুই দেশের মধ্যে চলমান সামরিক অভিযান ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে এই অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে। ফলে, বাণিজ্যিক বিমান সংস্থাগুলো ইরানের আকাশসীমা এড়িয়ে বিকল্প রুট ব্যবহার করতে বাধ্য হচ্ছে, যা আন্তর্জাতিক বিমান চলাচলে প্রভাব ফেলছে।
এটি ইরানের নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ জুন) ভোরে ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি ও ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামিসহ আরও বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হন। এ হামলায় ইরানের ছয়জন শীর্ষ পরমাণু বিজ্ঞানীও মারা যান।
ইরান এই হামলার প্রতিক্রিয়ায় কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছিল এবং তার পর থেকে দুদেশের মধ্যে পাল্টা হামলা অব্যাহত রয়েছে।



