
বিদ্যা সিনহা মিম ঈদের ছুটিতে স্বামী সনি পোদ্দারকে সঙ্গে নিয়ে দক্ষিণ এশিয়ার সৌন্দর্যময় শ্রীলঙ্কায় ভ্রমণে গেছেন। সেখানে কন্দালামা হ্রদের পাড়ের এক সবুজ রিসোর্টের সুইমিংপুলে জলকেলিতে মেতে উঠেছেন।
পাহাড় ও নীল জলরাশির মাঝে প্রকৃতির অপার সৌন্দর্যে তিনি যেন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছেন। ছবির সঙ্গে যুক্ত করেছেন একটি দারুণ ক্যাপশন: “যখন প্রকৃতি তোমার হাতের তালুতে পুরোপুরি এসে যায়।”
মিমের ভ্রমণপ্রেমের কথা তার ভক্তদের অজানা নয়; গেল ঈদেও তিনি পরিবার নিয়ে থাইল্যান্ডে ঘুরেছেন। তবে অভিনয়ে নীরব থাকা সত্ত্বেও, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। সর্বশেষ ২০২২ সালের ডিসেম্বরে রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। কিছু ছবির প্রস্তাব এলেও, আকর্ষণীয় গল্প ও চরিত্রের অভাবে নতুন কাজ থেকে বিরত রয়েছেন তিনি।
এখন দেখার অপেক্ষা, কবে আবার পর্দায় ফিরবেন বিদ্যা সিনহা মিম।