Top Newsজাতীয়

জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারব: আলী রীয়াজ

মোহনা অনলাইন

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, আগামী জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারবেন। মঙ্গলবার সকালে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পূর্বের অসমাপ্ত আলোচনা শেষ করার লক্ষ্যে কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় তিনি এ কথা বলেন।

এই আলোচনায় ৩০টি রাজনৈতিক দল ও জোটকে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে জামায়াত ছাড়া ২৯টি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলী রীয়াজ বলেন, “আমাদের লক্ষ্য স্পষ্ট, আমরা জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি রাজনৈতিক দলগুলোর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “যতদূর সম্ভব, আমরা জাতীয় স্বার্থে একত্রিত হওয়ার চেষ্টা করব, যদিও সব বিষয়ে আমাদের মত ভিন্ন হতে পারে।”

আলোচনায় সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব এবং দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর আলোচনা হবে। আগামী ১৭, ১৮ ও ১৯ জুন কমিশন রাজনৈতিক দলের সঙ্গে আবারও আলোচনা করবে।

কমিশনের বৈঠকে উপস্থিত সদস্যদের মধ্যে রয়েছেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, মুয়ীদ চৌধুরী, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। গত ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত প্রথম দফার সংলাপ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করা হয়েছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button