Top Newsসংবাদ সারাদেশ

কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি সারোয়ার জাহান গ্রেপ্তার

মোহনা অনলাইন

রাজধানীর মোহাম্মদপুর থেকে কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ.ক. ম. সারোয়ার জাহান বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১টার দিকে মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানা পুলিশ তাকে আটক করে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান গ্রেপ্তার হওয়ার তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারের পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সরওয়ার জাহান বাদশা ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে কুষ্টিয়া-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। চলতি বছরের ফেব্রুয়ারিতে দুদকের আবেদনের প্রেক্ষিতে তার এবং তার স্ত্রী মাহমুদা সিদ্দিকার সম্পদ ক্রোকের আদেশ এবং বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button