Top Newsআন্তর্জাতিক

ইরানের শীর্ষ কমান্ডার ‘খামেনির ঘনিষ্ঠজনকে’ হত্যার দাবি ইসরাইলের

মোহনা অনলাইন

ইসরাইলের সামরিক বাহিনী ইরানের শীর্ষ কমান্ডার ‘খামেনির ঘনিষ্ঠজনকে’ হত্যার দাবি করেছে। তারা মঙ্গলবার জানিয়েছে, ইরানের শীর্ষ সামরিক কমান্ডার আলী সাদমানিকে রাতের এক আকস্মিক হামলায় হত্যা করা হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী আরো বলেছে, সাদমানি ইরানের ‘সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার’ ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্যতম ঘনিষ্ঠজন ছিলেন।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে সামরিক বাহিনী জানায়, ‘রাতের বেলায় হঠাৎ এক সুযোগের পর (ইসরাইলি বিমান বাহিনী) তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত একটি স্টাফড কমান্ড সেন্টারে হামলা চালিয়ে যুদ্ধকালীন চিফ অফ স্টাফ, সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির নিকটতম ব্যক্তি আলী সাদমানিকে হত্যা করা হয়েছে’।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, সাদমানি ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস ও ইরানি সশস্ত্র বাহিনী উভয়েরই নেতৃত্ব দিয়েছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button