
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় ও সামরিক গোয়েন্দা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তেহরান বলেছে, দুই দেশের মাঝে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে মঙ্গলবার তেল আবিবে মোসাদের কার্যালয়ে এই হামলা করা হয়েছে।
আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়েছে, “এই হামলা ছিল আমাদের শহীদদের রক্তের বদলা ও ইসরায়েলি আগ্রাসনের জবাব। আমরা এমন সব ঘাঁটি লক্ষ্য করেছি যেখান থেকে ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা নেওয়া হয়।”
উল্লেখ্য, মোসাদ হলো ইসরায়েলের প্রধান ও জাতীয় গোয়েন্দা সংস্থা, যা মূলত বৈদেশিক গোয়েন্দাবৃত্তি, বিশেষ অভিযান এবং সন্ত্রাসবিরোধী কার্যকলাপ পরিচালনা করে থাকে। এটি বিশ্বের অন্যতম শক্তিশালী ও দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত।
এর আগে ইসরায়েলের নিজস্ব গণমাধ্যমে জানানো হয়, দেশটির মধ্যাঞ্চলীয় উপকূলীয় শহর হেরজলিয়ায় একটি ‘সংবেদনশীল স্থান’ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল সরকার সাধারণত সামরিক বা কৌশলগত স্থাপনাকে ‘সংবেদনশীল স্থান’ বলে অভিহিত করে।
বর্তমানে ইরান-ইসরায়েল সংঘাত তীব্রতর হচ্ছে। উভয় পক্ষই সরাসরি একে অপরের মূল ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলার ঘোষণা দিচ্ছে, যা মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকরা সতর্ক করছেন। এই হামলার ঘটনা দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করেছে।