শান্তের ব্যাটিং পজিশন নিয়ে রহস্য রেখে যাওয়ার পর, মঙ্গলবার (১৭ জুন) উইকেটে যাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় শুরু হয়। মাত্র ৪৫ রানে টপঅর্ডারের তিন ব্যাটার হারিয়ে টাইগাররা এক ধরণের ধ্বংসস্তূপে পড়ে যায়। ঠিক সেই সময়েই শান্ত ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করতে থাকেন। দুই বছর পর টেস্টে তিন অঙ্কের ম্যাজিক ফিগার অর্জন করে গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি তুলে নেন।
মুশফিকুর রহিমের সঙ্গে গড়ে তোলেন একটি অনবদ্য জুটি, যা শুধু দলের জন্য নয়, তাঁর ব্যক্তিগত মাইলফলক হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।
শ্রীলঙ্কা সফরের আগে থেকেই শান্তর ব্যাটিং পজিশন নিয়ে নানা আলোচনা চলছিল। ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে তিনি এই বিষয়ে রহস্য রেখে বলেছিলেন, “আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে, এটা কালকেই বলতে চাই। কারণ, আমি চাই না প্রতিপক্ষ আগে থেকেই ধারণা পেয়ে যাক।”
এই কথার মাধ্যমে তিনি তাঁর পরিকল্পনার গোপনীয়তা রক্ষা করতে চেয়েছিলেন, যা পরে ম্যাচের মূলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল।