
‘জুলাই গণঅভ্যুত্থান’ উপলক্ষে শহীদ ও আহতদের কল্যাণে একটি নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। মঙ্গলবার (১৭ জুন) ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ প্রকাশ করা হয়। এই অধ্যাদেশের মাধ্যমে শহীদ ও আহতদের স্বীকৃতি, সুযোগ-সুবিধাসহ প্রতারণা রোধে দণ্ডের বিধান রাখা হয়েছে।
অধ্যাদেশ অনুযায়ী, ১৯ জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহতদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। আহতদের শারীরিক অবস্থার ভিত্তিতে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে।
এতে উল্লেখ আছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে বা বিভ্রান্তিকর কাগজপত্র জমা দিয়ে শহীদ পরিবারের সদস্য বা আহত যোদ্ধা পরিচয় দিয়ে সরকারি সুবিধা দাবি করেন, তবে সেটি শাস্তিযোগ্য অপরাধ হবে। এই ধরনের প্রতারণায় সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। যদি কেউ আর্থিক সহায়তা নিয়ে থাকেন, তাহলে তাকে নেওয়া অর্থের দ্বিগুণ জরিমানা দিতে হবে।
পুনর্বাসনের অংশ হিসেবে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের জন্য বিভিন্ন সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে—শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ, দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ প্রদান, আত্মকর্মসংস্থানের সহায়তা এবং প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা।
অধ্যাদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, প্রকৃত উপকারভোগীদের সুরক্ষা ও প্রতারণা প্রতিরোধের জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।