
ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ ষষ্ঠ দিনে প্রবাহিত হয়েছে। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন। এই অবস্থার মধ্যে, ইরান ও ইসরায়েল নতুন করে একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ট্রাম্প গতকাল মঙ্গলবার জানিয়েছেন, ইরানকে ‘নিঃশর্তে আত্মসমর্পণ’ করতে হবে, নাহলে হামলা আরও তীব্র হবে। তিনি দাবি করেন, ‘ইরানের আকাশসীমা এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে’। তিনি ইরানের নেতার অবস্থান সম্পর্কে উল্লেখ করে বলেন, ‘আমরা তাকে হত্যা করব না—অন্তত এখনই নয়।’
ট্রুথ সোশ্যালের একটি পোস্টে ট্রাম্প উল্লেখ করেছেন, ‘আমরা চাই না নাগরিকদের বা আমেরিকার সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র ছোড়া হোক, তবে আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে।’
এরপর তিনি ইংরেজিতে বড় হাতের অক্ষরে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ লেখেন। এর আগে তিনি ইরানি নাগরিকদের তেহরান ত্যাগ করতে দ্রুততার সাথে উদ্বুদ্ধ করেন। রিপাবলিকান এই প্রেসিডেন্ট ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা ছেড়ে দেওয়ার চুক্তি প্রত্যাখ্যান করার পর এই সতর্কবার্তা দেন।