মুক্তির পর থেকেই দর্শকদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমাটি। দর্শকদের পাশাপাশি সিনেমাটির আয়ের ক্ষেত্রও চমক সৃষ্টি করেছে। প্রযোজনা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, মাল্টিপ্লেক্সের ১৭ শো থেকে প্রথম ১০ দিনে ‘উৎসব’ আয় করেছে ১ কোটি ১৪ লাখ টাকার বেশি। দশম দিনে সিনেমাটি আয় করেছে ১৪ লাখ ৭ হাজার টাকা।
পরিচালক তানিম নূর বলেন, “আমি প্রচারবিমুখ, তাই বিশেষ করে প্রচার করতে পারিনি, কিন্তু দর্শকই আমার ছবির প্রচার করে দিচ্ছে, যা সত্যিই আনন্দের।” তিনি আরও জানান, “দর্শকের প্রশংসার পাশাপাশি হল রিপোর্টও দারুণ। যেভাবে সবাই ছবিটিকে গ্রহণ করেছে, সেটা সত্যিই আশীর্বাদ।”
এদিকে, ‘উৎসব’ দেশের বাইরে মুক্তি পাচ্ছে। আগামী ২০ জুন কানাডা, আমেরিকা ও যুক্তরাজ্যের ৩৭টি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখানো হবে। ২১ জুন অস্ট্রেলিয়াতেও মুক্তি পাবে। ডোপ প্রোডাকশন ও লাফিং এলিফেন্ট প্রযোজিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, আফসানা মিমি, অপি করিম, তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ।



