
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুররহিম মুসাভি সম্প্রতি ঘোষণা করেছেন যে, দখলদার ইসরাইলি শাসনের বিরুদ্ধে শীঘ্রই ‘শাস্তিমূলক অভিযান’ শুরু করতে যাচ্ছে ইরান।
মঙ্গলবার (স্থানীয় সময়) রাতে তিনি এক ভিডিও বার্তায় বলেন, এখন পর্যন্ত ইরান যে পাল্টা হামলা চালিয়েছে, সেগুলো মূলত সতর্কবার্তা এবং প্রতিরোধমূলক ছিল। প্রকৃত শাস্তিমূলক অভিযান এখনও শুরু হয়নি।
মুসাভি ইসরাইলের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অধিবাসীদের, বিশেষ করে তেল আবিব ও হাইফার বাসিন্দাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, “জীবন বাঁচাতে এসব এলাকা ত্যাগ করুন। বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসনের শিকার হবেন না।” তিনি আরও উল্লেখ করেন, “ইরানি জাতি কখনো কোনো আগ্রাসনের সামনে মাথানত করেনি। এবার বর্বর ইসরাইলি হামলার মোকাবিলা করে তাদের অপরাধের জন্য উপযুক্ত শাস্তি দেবে ইরান।”