আজমেরী হক বাঁধন বরাবরই স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। সম্প্রতি তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে নতুন করে আলোচনায় উঠে এসেছেন। বিভিন্ন মতামত থাকলেও তিনি তাঁর অবস্থান পরিষ্কার করেছেন।
বর্তমানে তিনি ব্যস্ত ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’ নিয়ে, যেখানে তিনি প্রোটাগনিস্ট চরিত্রে অভিনয় করেছেন। বাঁধনের অভিনয় প্রশংসিত হচ্ছে এবং তিনি ঈদের অন্যান্য সিনেমাগুলো নিয়েও সচেতন। ইতোমধ্যে তিনি ‘উৎসব’, ‘ইনসাফ’ এবং ‘নীলচক্র’ দেখেছেন এবং সেগুলি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, “‘উৎসব’ খুব ভালো লেগেছে, আর ‘নীলচক্র’-তে আরিফিন শুভ দারুণ অভিনয় করেছেন।”
শুভর অভিনয়ের প্রশংসা করলেও, বাঁধন ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার বাজেট নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি সন্দিহান, একশো কোটির বাজেট নিয়ে সিনেমাটি আদৌ নির্মাণ হয়েছে কিনা।
‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটি নির্মাণ করেছেন সানি সানোয়ার। বাঁধন ছাড়া এতে আরও অভিনয় করেছেন পূজা ক্রুজ, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ প্রমুখ।



